জাতীয়রাষ্ট্র
ট্রেন্ডিং

তলবে ছুটে এসে ভার্মা বললেন সমঝোতার কথা

বাংলাদেশ সীমান্তে ভারতের বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার ঘটনায় ঢাকায় ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবে কথা বলা হয় রোববার (১২ জানুয়ারি) সকালে। এদিন বিকালেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছুটে যান তিনি, কথা বলেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে।

আলোচনা শেষে সীমান্ত কাঁটাতারের বেড়া নির্মাণের ব্যাপারে বাংলাদেশের সঙ্গে ভারতের সমঝোতা বা বোঝাপড়া রয়েছে বলে জানান প্রণয় ভার্মা। তিনি বলেন, সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে কাজ করবে বিএসএফ ও বিজিবি।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করেছি। অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের ব্যাপারে দিল্লির প্রত্যয় নিয়ে ঢাকার সঙ্গে কথা বলেছি।

তিনি বলেন, চোরাচালান, অপরাধীদের চলাচল, পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে দমনের বিষয়েও আলোচনা হয়েছে। আমরা আশা করি, সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে।

সীমান্তে অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ এবং বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তলব করে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মাকে কড়া প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা জানান, ভারতের কয়েকটি পয়েন্টে অবৈধ কাঁটাতারের বেড়া দেওয়া এবং বিএসএফের হাতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এ ব্যাপারে উদ্বেগ জানানোর পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধের ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।

তারা জানান, সীমান্তের ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণ দুদেশের সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন। এ ব্যাপারে ভারতের যুক্তি বাংলাদেশ গ্রহণ করছে না। বিষয়টি ভারতীয় দূতকে স্পষ্টভাবে জানানো হয়েছে। এ ছাড়া সীমান্ত হত্যা বন্ধে ভারতের শীর্ষ পর্যায় থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রক্ষা করা হচ্ছে না। স্পর্শকাতর এই ইস্যুতে দেশের সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। বিষয়টির ভারতকে বিবেচনায় নিতে হবে।

এর আগে সকালে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডাকা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button