
সোমবার রাতে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি দেশে সংঘটিত ছাত্র-জনতার গণআন্দোলনের পর পরিস্থিতি স্থিতিশীল করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে জনমনে যে কোনো ধরনের বিভ্রান্তি দূর করার জন্য রাষ্ট্রপতি সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আগের আদেশই চূড়ান্ত।
রাষ্ট্রপতি আরও জানান, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়েছিল এবং তাদের মতামতই চূড়ান্ত। তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন, মীমাংসিত এ বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি না করে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করা থেকে বিরত থাকতে।