
প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সমস্যা দ্রুত সমাধানে আভাস দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘১৫ ডিসেম্বর থেকে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া শুরু হবে। পর্যায়ক্রমে সবাই পাসপোর্ট পাবেন।’
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি।
প্রবাসীদের উদ্দেশে আসিফ নজরুল বলেন, আপনাদের পাসপোর্টের সমস্যার কথা আমরা জানি। ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট দেওয়া শুরু হবে। আবেদনকারীরা তিন থেকে চার সপ্তাহের মধ্যে এমআরপি পাসপোর্ট পাবেন।
সৌদি ও মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এরপর যেসব দেশের প্রবাসীদের চাহিদা বেশি তাদের অগ্রাধিকার দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। যে পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে, তাতে দুই-তিন বছরে এই সমস্যা আর হবে না।
পাসপোর্ট নিয়ে প্রবাসীদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই সমস্যা তৈরি হয়েছে। তৎকালীন মন্ত্রী পাসপোর্ট ছাপানোর কাজ তার পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করতে গিয়ে, টেন্ডারিং করতে গিয়ে দেড় বছর সময় চলে যায়।