
চলতি মৌসুমে তেমন একটা শীত অনুভব না হলেও জানুয়ারি মাসে শীত জাঁকিয়ে বসতে পারে। এ মাসে একাধিক মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি আর ৪-৬ ডিগ্রি হলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।
অধিদপ্তরের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানুয়ারিতে একাধিক শৈত্যপ্রবাহের বার্তা দেওয়া হয়। এতে বল হয়েছে, এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। আবার এ মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এক থেকে দুটি লঘুচাপ। দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে একাধিক মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। দেশের অন্যত্র দুই-তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
গেলো বছরের ডিসেম্বর মাস পর্যন্ত শীতের প্রকোপ তেমন একটা দেখা যায়নি। তবে জানুয়ারির শুরু থেকেই রাজধানীসহ দেশের প্রায় সব জায়গা ঘন কুয়াশায় ছেয়ে গেছে, তাপমাত্রাও কমে গেছে। রোদের দেখা নেই, উল্টো উত্তরী হাওয়ায় তীব্র শীত অনুভব হচ্ছে। এই অবস্থা আরও কয়েকদিন বিরাজ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।