গ্রাম বাংলারংপুর
ট্রেন্ডিং

অংশ নেওয়ার ইঙ্গিত, ৬ মাসে নির্বাচন অসম্ভব

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শুক্রবার (১৭ জানুয়ারি) নিজ জেলা পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এমন ইঙ্গিত দেন তিনি।

সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সারজিস আলম বলেন, পঞ্চগড়ের মানুষ যদি মনে করে আমি কিংবা তরুণ অন্য কেউ সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে পারে। তাহলে আমি মনে করি, তার এই দায়িত্ব নেওয়া উচিত।

তিনি বলেন, আমরা মানুষের চাওয়া নিয়েই কাজ করেছি। সব কর্মসূচি ছিল মানুষের পালস বুঝেই। মানুষ এখন চায় আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণরা তাদের প্রতিনিধি হয়ে সংসদে প্রতিনিধিত্ব করুক।

এত রক্ত, এত জীবনের বিনিময়ে জনগণের চাওয়া কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয় মন্তব্য করে সারজিস আলম বলেছেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয়ে জনগণের যারা প্রতিনিধি হবেন, তাদের কাছে ক্ষমতা যাবে– এতে কোনো সমস্যা নেই। কিন্তু ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশন ও বিচার ব্যবস্থা ঠিক করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মূল দায়িত্বে ফিরিয়ে আনা প্রায় অবাস্তব ও অসম্ভব।

অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে তিনি বলেন, এত বড় একটা অভ্যুত্থান তার একটি লিখিত স্বীকৃতি থাকা উচিত। যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের একটা স্বীকৃতি থাকা উচিত। সেজন্য প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলকে ডেকেছিলেন। একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা বিশ্বাস করি, খুব দ্রুত ঘোষণাপত্রটি মানুষের সামনে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button