
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দুর্নীতির তথ্য সংগ্রহ করতে বাংলাদেশে এসেছিলেন দেশটির জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) একটি প্রতিনিধি দল। তারা ঢাকার দুর্নীতি তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করে, দুনীতির নতুন তথ্য নিয়ে ব্রিটেনে ফিরে গেছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) দ্য মেইল অন সানডের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম মাসে ঢাকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ প্রতিনিধি দলটি। তারা টিউলিপের দুর্নীতির নতুন তথ্য পেয়েছেন বলে জানানো হয়। ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপের ব্যাংক অ্যাকাউন্ট ও ইমেইলের তথ্য যাচাই এবং জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে।
টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা ছাড়াও শেখ পরিবারের বিরুদ্ধে পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে এ চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করা টিউলিপের বিরুদ্ধেও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
ঢাকার একটি সূত্র জানিয়েছে, ব্রিটিশ দলটি টিউলিপের বিরুদ্ধে অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে তদন্ত করার প্রস্তাব দিয়েছে এবং তার বিরুদ্ধে হয়ত তদন্ত করতে পারে।
টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রমাণিত হলে ১০ বছর বা তারও বেশি সময়ের জেল হতে পারে।