ওয়েব স্টোরিদৃশ্যমান
ট্রেন্ডিং

প্রধানের দিল্লি সফর নিয়ে ওঠা প্রশ্নের জবাব বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফরে যাচ্ছেন। সীমান্ত উত্তেজনার মধ্যেই ১৭-২১ ফেব্রুয়ারি দেশটির রাজধানী নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে অংশ নেওয়ার কথা তার।

কিছু গণমাধ্যমে ‘বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। এর প্রেক্ষিতে শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। এতে বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, এই সফর নিয়ে কোনও গোপনীয়তা নেই।

ফেসবুক পোস্টে বলা হয়, গত ২৭ ডিসেম্বর ভারতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন একটি পোস্ট দেওয়া হয়। তার ওপর ভিত্তি করে দেশের গণমাধ্যমগুলোতে সংবাদও প্রকাশিত হয়। ওই সম্মেলনের বিষয়টি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক প্রেস ব্রিফিংয়েও উল্লেখ করা হয়।

বিজিবি ছাড়াও সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা ওই সম্মেলনে অংশ নেবেন। এখানে গোপনীয়তার কিছু নেই এবং বিজিবির পক্ষ থেকে কোনও গোপনীয়তার চেষ্টাও করা হয়নি।

বিজিবি বলছে, এখন কিছু গণমাধ্যমে বিজিবি প্রধানের সফর নিয় হওয়া সংবাদ সীমান্ত রক্ষাকারী বাহিনীটির ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্তি সৃষ্টি করছে। তাছাড়া বর্তমানে সীমান্তে জনগণের সঙ্গে একাত্ম হয়ে বিজিবি যে ভূমিকা পালন করছে, ঠিক সেই সময়ে এ ধরনের নেতিবাচক পোস্ট কারণে সবার মনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে বিভ্রান্তিমূলক পোস্ট করা কিংবা বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button