
আওয়ামী লীগ সরকারের সময় দেশ ছাড়তে বাধ্য হওয়া জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী ছাত্র-জনতার অভ্যুত্থাবের পর দেশে ফিরেছেন। এরপরই শুক্রবার রাতে কক্সবাজারে এক তাফসীরুল কোরআন মাহফিলে যোগ দিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি।
পেকুয়া উপজেলা সদরের এ মাহফিলে মিজানুর রহমান আজহারী বলেন, দেশে শান্তিপূর্ণ বসবাসের জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই। এ জন্য দেশের এই সময়ে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনৈক্য নষ্টের মূল কারণ হবে। অনৈক্য দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়।
তিনি বলেন, বিগত ৫০ বছর অনৈক্যের কারণে দেশে নৈরাজ্য চলেছে। এখন নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে গোটা দেশ ঐক্যবদ্ধ হয়েছে। দেশের মানুষ আর অশান্তিতে থাকতে চায় না। সবাই শান্তি চায়।
জাতীয় ঐক্য গড়ে দেশে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে মিজানুর রহমান আজহারী বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করতে চাই। শান্তির জন্য ঐক্য দরকার, সবাইকে জাতীয় ঐক্যে আসতে হবে।
পেকুয়ার মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদ যৌথভাবে এ মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।