অদলীয়রাজনীতি
ট্রেন্ডিং

ঘোষণাপত্র দিতে ব্যর্থ হলে পদত্যাগ করুন

‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন’ দিতে ব্যর্থ হলে পদত্যাগ করে জনগণের কাতারে আসতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে পথসভা ও গণসংযোগে এ আহ্বান জানান তিনি।

সরকারের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ঘোষণাপত্র দিতে বাধা কোথায়? কারা বাধা দিচ্ছে সেগুলো আপনারা জনগণের সামনে প্রকাশ করুন। ব্যর্থ হলে উপদেষ্টার কাতার থেকে জনগণের কাতারে নেমে আসুন। আমরা একসঙ্গে মিলে যেভাবে হাসিনার পতন ঘটিয়েছি, প্রয়োজন হলে সেভাবে আবার ঘোষপত্র আদায় করে নেব।

তিনি বলেন, আমরা যাদের উপদেষ্টা বানিয়েছি, আমাদের প্রতিনিধি হয়ে যেসব উপদেষ্টা সরকারে গিয়েছে, আপনারা আমাদের প্রতিনিধিত্ব করছেন। আপনারা যদি কোনো কারণে মনে করেন প্রোক্লেমেশন দিতে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাষ্ট্রীয় কোনো বাধা থাকলে আপনারা জনগণের সামনে প্রকাশ করুন। আমরা যেভাবে আগস্ট মাসে রাস্তায় নেমে এসেছিলাম ঠিক একইভাবে আবার রাস্তায় নেমে আসব।

তরুণ প্রজন্মের ভাষা বুঝতে উপদেষ্টাদের ব্যর্থ হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদবিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী মনস্তাত্ত্বিক চিন্তার সংমিশ্রণে পরবর্তী বাংলাদেশ নির্মাণ করতে হবে।

রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগকে পুনর্বাসনে বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আমরা বিপ্লবী শক্তি, স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের হারানোর কিছুই নেই। আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা, সেই সিদ্ধান্ত নতুন করে নেওয়ার কিছুই নেই। সেটার চূড়ান্ত সিদ্ধান্ত ৫ আগস্ট হয়ে গেছে। সুতরাং এখন নতুন করে আওয়ামী লীগের রাজনীতির পুনর্বাসিত হবে কিনা সেটা অপ্রাসঙ্গিক।

হাসনাত বলেন, আওয়ামী লীগ প্রশ্নে সর্বপ্রথম আসবে, তাদের আগে বিচার হতে হবে। যেসব টকশোজীবী, মিডিয়া পাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য সরব হয়েছেন, তারাই এতদিন ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। ফ্যাসিবাদের পক্ষে কলম লিখলে সেই কলম আবার ভেঙে দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button