
সচিবালয়ে সোমবার থেকে সীমিত আকারে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
রোববার সচিবালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের জন্য আগের সরকারের সময় তিন হাজারের বেশি কার্ড দেয়া হয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকতার আড়ালে অনেক অসাংবাদিক এসব কার্ড ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। নিরাপত্তার। নিরাপত্তার স্বার্থে এই কার্ডগুলো পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ নিয়ে পেশাদার সাংবাদিকদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলে জানান নাহিদ ইসলাম।
অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করায় এদিন সচিবালয়ে প্রবেশ করতে পারেননি সাংবাদিকরা। সকাল থেকে সচিবালয় এক নম্বর গেটের সামনে জড়ো হন তারা।
এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানায়, বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করতে শিগগিরই আবেদন চাওয়া হবে।
এতে বলা হয়, এই সপ্তাহে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কী পয়েন্ট ইন্সটলেশনের (কেপিআই) নিরাপত্তা ও নিরাপত্তার কথা মাথায় রেখে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার শীঘ্রই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের জন্য সমস্ত স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ আউটলেটগুলো থেকে নতুন আবেদন আমন্ত্রণ জানাবে৷
বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, ইতিমধ্যে, যেকোনো প্রেস ইভেন্টের জন্য অস্থায়ী দৈনিক অ্যাক্সেস কার্ড নিজ নিজ মন্ত্রণালয় দ্বারা জারি করা হবে। সরকার অসুবিধার জন্য দুঃখিত এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করে।