
চলতি বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে খুব বিপজ্জনক ৯ দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। তালিকায় দ্বিতীয় অবস্থানে পাকিস্তান এবং তৃতীয় অবস্থানে মেক্সিকো ও বাংলাদেশ রয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রকাশিত আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ১ ডিসেম্বর পর্যন্ত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে ৫৪ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর দ্বারা ফিলিস্তিনের গাজায় ১৬ এবং লেবাননে ২ জন সাংবাদিক নিহত হন।
সংগঠনটি জানায়, ২০২৩ সালের অক্টোবরে গাজার সংঘাত শুরুর পর ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা ১৪৫ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে ৩৫ জন সংবাদ সংগ্রহের সময় প্রাণ হারান।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ‘সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের’ দায়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চারটি অভিযোগ জমা দেওয়া হয়েছে।
এএফপি জানায়, তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানে ৭ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তৃতীয় অবস্থানে থাকা মেক্সিকো ও বাংলাদেশে ৫ জন করে সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে সাংবাদিক নিহতের সংখ্যা ছিল ৪৫ জন। এখনো সারা বিশ্বে ৫৫ জন সাংবাদিক জিম্মি আছেন, তাদের মধ্যে ২৫ জনই ইসলামিক স্টেটের (আইএস) হাতে রয়েছেন। আর ২০২৪ সালে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন। এ তালিকায় চলতি বছর ৪ জন অন্তর্ভুক্ত হয়েছেন।
এ ছাড়া সবচেয়ে বেশি সাংবাদিক কারা অন্তরীণ থাকা তিন হলো চীন (১২৪), মিয়ানমার (৬১) ও ইসরায়েল (৪১)।
এর আগে মঙ্গলবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের (আইএফজে) এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে সারা বিশ্বে ১০৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে অর্ধেকের বেশি সাংবাদিক প্রাণ হারান ফিলিস্তিনের গাজায়।