
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়াবে। অন্যান্য মন্ত্রণালয়ও আহতদের পুনর্বাসনের উদ্যোগ নেবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আহতদের একেকজনের একেক সমস্যা রয়েছে। সে অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, এর আগে এক হাজার শিক্ষার্থীকে ট্রাফিকের জন্য প্রোপোজাল লেটার দেওয়া হয়েছে। যারা তিন থেকে চার ঘণ্টা দায়িত্ব পালন করবেন। এখন পর্যন্ত ৪০০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাইরেও ট্রাফিক বিভাগে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগ প্রপোজাল লেটার দেওয়া হয়। আমরা ৫০০ জনকে দিয়ে শুরু করতে চাইলেও এখন পর্যন্ত ৫০ জনের মতো পেয়েছি।
শিক্ষাথীদের লেখাপড়ার সঙ্গে ট্রাফিকের দায়িত্বের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা যেন পড়াশোনাও করতে পারে এবং ট্রাফিক নিয়ন্ত্রণেও কাজ করতে পারে সেই ব্যবস্থা করেছি। তাদের একটা সম্মানিও দেওয়া হচ্ছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় অর্থপাচার একটা বড় সমস্যা ছিল মন্তব্য করে তিনি বলেন, ওই সময় ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে সব রিপোর্ট সিআইডিকে দ্রুত দিতে বলা হয়েছে। ৫ আগস্টের পর তিন দিন সরকার না থাকয় অনেকেই দেশ ত্যাগের সুযোগ পেয়েছেন। তবে সরকার গঠনের পর যারা দেশ ছেড়েছেন, তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।