
ক্ষমতায় থাকতে কিছু ক্ষেত্রে গুম বা হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলেন গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবদুল্লাহ আমান আযমীকেও হত্যার পরামর্শও দিয়েছিলেন। এসব বিষয়ে অবগত কর্মকর্তারা আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচকে (এইচআরডব্লিউ) জানিয়েছেন ভয়াবহ এমন তথ্য।
সোমবার প্রকাশিত সংস্থাটির ৫৫ পৃষ্ঠার ‘আফটার দ্য মুনসুন রেভ্যুলুশন- এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ’ এ বিষয়টি উঠে এসেছে।
শেখ হাসিনার শাসনামলে পুলিশ-র্যাবসহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করার কথা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সেজন্য এই রিপোর্টে মানবাধিকার লঙ্ঘনে জড়িত র্যাবকে বিলুপ্ত করা এবং পুলিশসহ নিরাপত্তাভিত্তিক সব প্রতিষ্ঠানে সংস্কারের সুপারিশ করেছে সংস্থাটি।