আর্থিক প্রতিষ্ঠান

গভর্নরের হুঁশিয়ারি: এলসির দায় পরিশোধে বিলম্ব করলেই ব্যবস্থা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আর্থিক অনিয়মে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোর জন্য আরও তারল্য সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যেসব ব্যাংক ঋণপত্র বা এলসি পরিশোধে বিলম্ব করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার, ১৭টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে গভর্নর এসব কথা বলেন।

বৈঠকে আলোচনা হয়েছে ডলার মার্কেট, দুর্বল ব্যাংকের অবস্থা, ক্রেডিট কার্ড সুদহার, রাইট-অফ পলিসি এবং সার্বিক অর্থনীতি নিয়ে। গভর্নর জানান, যেসব ব্যাংকের তারল্য পরিস্থিতি ভালো, তারা যেন সংকটে থাকা ব্যাংকগুলোকে সহায়তা করে। এছাড়া ডলার মার্কেটের অবস্থার উন্নতি হলেও, এলসি পরিশোধে বিলম্ব চলছে এবং কিছু ব্যাংক ডলার ম্যানিপুলেশনের চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে এসব ব্যাংকের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

গভর্নর আরও বলেন, ক্রেডিট কার্ডের খরচ ও সুদহার বিষয়ে ব্যাংকগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া রাইট-অফ পলিসি পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর জন্য সহায়তা প্রদান করেছে, এবং আগামীতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button