ওয়েব স্টোরিদৃশ্যমান
ট্রেন্ডিং

হাসিনাকে বের করে দিতে চান ৫০ শতাংশ ভারতীয়

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। গত ৫ আগস্ট থেকে দিল্লিতে অবস্থান করা এই পতিত স্বৈরশাসককে দেশটি থেকে বের করে দিতে চান ৫০ শতাংশের বেশি ভারতীয়।

ইন্ডিয়া টুডে এনই’র সম্প্রতি ‘মুড অব দ্য নেশন’ শিরোনামে একটি জরিপে এমনটাই উঠে এসেছে।

ইন্ডিয়া টুডে এনই’র ফেসবুক পেজে প্রকাশিত জরিপে বলা হয়, ৫০ দশমিক ২ শতাংশ ভারতীয় শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। এর মধ্যে ২১ দশমিক ১ শতাংশ মনে করেন দুই দেশের সম্পর্কোন্নয়নে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। বাকি ২৯ দশমিক ১ শতাংশ মনে করেন তাকে অন্য কোনো দেশে পাঠানো উচিত।

এ ছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৫৫ শতাংশ ভারতীয় চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। আর ৩৭.৬ শতাংশ ভারতীয় বিশ্বাস করেন শেখ হাসিনা ভারতের মিত্র থাকায় আশ্রয় দেওয়া সঠিক কাজ হবে।

জুলাই-আগস্টের সময় হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ শতাধিক অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের সুবিধার্থে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়। ভারত এখনও জবাব দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন
Close
Back to top button