আন্তর্জাতিকদক্ষিণ-পূর্ব এশিয়া
ট্রেন্ডিং

গণঅভ্যুত্থানে মার্কিন ভূমিকা বিশ্বাস করে না দিল্লিও

বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন এবং জুলাই গণঅভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে দাবি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেন, ঢাকার ক্ষমতার পরিবর্তনে ওয়াশিংটনের ভূমিকা বা হাত থাকার দাবি অযৌক্তিক, ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও এটি বিশ্বাস করেন না।

শুক্রবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসের রুজভেল্ট কক্ষে নির্বাচিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সুলিভান। এসময় বাইডেন প্রশাসনের যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন তিনি।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ প্রসঙ্গে সুলিভান বলেন, ঢাকায় ঘটে যাওয়া অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়টি হাস্যকর। ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপের ভিত্তিতে আমি বলতে পারি তারাও এ কথা বিশ্বাস করেন যে ঢাকার ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই।

ভারতীয় কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে দেশটির এক নাগরিককে হত্যার ষড়যন্ত্রের ঘটনায় নয়াদিল্লি-ওয়াশিংটনের সম্পর্কে উত্তেজনা চলছে। বিষয়টি উল্লেখ করে সংশ্লিষ্ট ঘটনার পূর্ণাঙ্গ জবাবদিহিতা আগামীতেও অব্যাহত থাকার কথা জানান মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তবে মার্কিন মুল্লুকে ক্ষমতার পরিবর্তনে উভয় দেশের কৌশলগত বিনিয়োগে পরিবর্তন আসতে পারে বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button