
রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে বৈঠক করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির বেশ কয়েকজন নেতা।
সোমবার (১৬ ডিসেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে বৈঠকটি হয় বলে দ্য টেলিগ্রাফ অনলাইনের খবরে বলা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের সভাপতি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আত্মীয়দের বাড়িতে পৌঁছান সোমবার। তার সঙ্গে আধাঘণ্টার বেশি সময় সাক্ষাৎ করেন বিজেপি নেতা ও সাবেক এমপি অর্জুন সিং, কৌস্তভ বাগচী ও সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে কৌস্তভ বাগচী বলছেন, চিন্ময়ের মুক্তির দাবিতে অটল থাকা রবীন্দ্র ঘোষের পাশে দাঁড়াতে পারা ভাগ্যের বিষয়।
এমন সাক্ষাতের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কলকাতার একজন প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা বলেন, বিজেপি ২০২৬ সালের বিধানসভার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ কার্ড খেলছে। সুযোগসন্ধানের চেষ্টা করছে গেরুয়া শিবির।