
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে জুলাই গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামিকে ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) পাবনার সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আব্দুল ওহাব নামের ওই আসামি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলার চেয়ারম্যান ও পৌর মেয়র। রোববার বিকালে বাড়ির কাছে মসজিদে নামাজ শেষে বের হলে তাকে গ্রেপ্তার করে সুজানগর থানার পুলিশ।
স্থানীয়রা জানান, আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ গাড়িতে তুললে ঘিরে ধরেন বেশ কয়েকজন। পরে আরো মানুষ জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাকে গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হয়। এসময় ধস্তাধস্তিতে ৮ পুলিশ সদস্য আহত হন।
বিষয়টি নিশ্চিত করে পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, ওহাব গণঅভ্যুত্থানের সময় হামলার মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে গাড়িতে তোলা হয়। পরে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হয়। তাকে আবার গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে, শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।