
চট্টগ্রামের পাঁচলাইশের জাতিসংঘ পার্কের নামকরণ করা হয়েছে ‘জুলাই স্মৃতি উদ্যান’। শুক্রবার (৩ জানুয়ারি) নতুন নামকরণ উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘জুলাই-অগাস্টের শহীদ ওয়াসিম আকরামের স্মরণে চট্টগ্রামে একটা উড়াল সেতু এবং শহীদদের স্মরণে এখানে ‘জুলাই স্মৃতি উদ্যান’ নামকরণ করা হলো।
গত ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামকারীদের স্মরণ করে তিনি বলেন, আর কখনো যেন ফ্যাসিবাদ ফেরত আসতে না পারে। আগামী প্রজন্ম যাতে জুলাই-আগস্টের শহীদদের ত্যাগের কথা মনে রাখতে পারে সেজন্যই এই নামকরণ করা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ফরিদা খানম ও প্রকল্প বাস্তবায়নকারী গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
চট্টগ্রাম নগরের ৬৯ একর আয়তনের পাঁচলাইশ আবাসিক এলাকার জন্য ১৯৫৪ সালে জমি বরাদ্দ দেয় গণপূর্ত অধিদপ্তর। এর মধ্যে অবস্থিত ওই উদ্যানের শুরুতে ‘পাঁচলাইশ পার্ক’ থাকলেও ২০০২ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রস্তাবে ‘জাতিসংঘ পার্ক’ নামকরণ করা হয়।