
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রথমবারের মতো প্রশ্ন তুললো বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা দেখছি কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে শহীদ আসাদ পরিষদের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আমি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছি— অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার আছে। এই কথা বলার কারণ হিসেবে ‘কিছু বিষয়ে এই সরকারের নিরপেক্ষ ভূমিকা’ প্রশ্নটা তোলেন তিনি।