
২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার কমে ১.৮১ শতাংশে নেমেছে, যা গত প্রায় চার বছরের মধ্যে সর্বনিম্ন।
সোমবার (৬ জানুয়ারি) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জিডিপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিবিএসের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে জিডিপির আকার ১২ লাখ ৬৬৫ হাজার ৭৪ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে ছিল ১৯ লাখ ৭০৩ হাজার ১০ কোটি টাকা। ওই সময় জিডিপি প্রবৃদ্ধি হার ছিল ৬.০৪ শতাংশ।
এর আগে ২০২০-২১ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে জিডিপি প্রবৃদ্ধির হার কমে ০.৯৩ শতাংশে নেমেছিল। সবশেষ হিসাবে জিডিপি কমার পেছনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতির জন্য শিল্পে উৎপাদন ব্যাহত হওয়াকে কারণ মনে করেন সংশ্লিষ্টরা।
কৃষি, শিল্প ও সেবা খাতের উপাত্তের ভিত্তিতে জিডিপি প্রকাশ করা হয়। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে কৃষি খাতে ধাক্কা লেগেছে। এ খাতে ০.১৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ০.৩৫ শতাংশ। শিল্প খাতে এবার ২.১৩ শতাংশ হয়েছে, যা আগেরবার ছিল ৮.২২ শতাংশ। আর সেবা খাতে ১.৫৪ শতাংশ প্রবৃদ্ধি হলেও আগেরবার ছিল ৫.০৭ শতাংশ।
এছাড়া গত বছরের ডিসেম্বরে দেশে খাদ্য মূল্যস্ফীতি কমে ১২.৯২ শতাংশে নেমেছে, যা নভেম্বরে ছিল ১৩. ৮ শতাংশ। খাদ্যপণ্যের মূল্য কমে যাওয়ায় দেশের সামগ্রিক মুদ্রাস্ফীতিও ডিসেম্বরে কমে ১০.৮৯ শতাংশে নেমেছে, যা নভেম্বরে ছিল ১১.৩৮ শতাংশ।