
বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছর দেশের গণমাধ্যম জনগণের কথা বলেনি বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘গত ১৫ বছর গণমাধ্যম জনগণের কথা বলেনি। অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে। এমনই নিচু পর্যায়ে তাঁবেদারি হয়েছে যে, এখন কেউ কেউ বলছেন তাদের অনেকের হাতে রক্ত আছে।
রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: গণমাধ্যম প্রসঙ্গ’ শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ২০১৩-১৪ সালের দিকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দু’জন সাংবাদিকের বিচার হয়েছিল। বুদ্ধিজীবী হত্যায় তাদের ইন্ধনের অভিযোগ ছিল। ওই সাংবাদিকদের বিচার হলে গত ১৫ বছরে যে সমম্ত সাংবাদিক ভায়োলেন্স, সরকারের বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ও গুমকে লেজিটিমাইজড করেছে তাদের কেন বিচার হবে না?
তিনি বলেন, মিডিয়া কমিশনের মূল লক্ষ্য বাংলাদেশে এমন একটা মিডিয়া ইন্ডাস্ট্রি করা, যেখানে কোনো ধরনের কৌআশন, ভয়-ভীতি, অ্যাডমিনিস্ট্রিটিভ চাপ, লিগ্যাল রিপ্রেসিভ ল দ্বারা আক্রান্ত ছাড়া মিডিয়া যাতে তার মতো করে দাঁড়াতে পারে।