অপরাধখবরাখবর
ট্রেন্ডিং

হাসিনা-রেহানা-টিউলিপ-ববির নামে দুর্নীতি মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৩ জানুয়ারি) সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন।

ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে প্লট গ্রহণের অভিযোগে তিনটি মামলায় শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিককে প্রধান আসামি এবং শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককে সহযোগী আসামি করা হয়েছে। এ ছাড়া প্রতিটি মামলায় ১২-১৩ জনকে আসামি করা হয়েছে।

এর আগে রোববার (১২ জানুয়ারি) ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ ১৬ জনের বিরুদ্ধে একইভাবে পূর্বাচলে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ায় মামলা করে দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button