গ্রাম বাংলাঢাকা
ট্রেন্ডিং

খুলনা থেকে পৌনে চার ঘণ্টায় পৌছে যাবে ঢাকায়

সড়ক পরিবহন ও সেতু এবং রেল উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, আজ খুলনা থেকে ঢাকায় ট্রেন চালু হলো পদ্মা রেল সংযোগ দিয়ে। পৌনে চার ঘণ্টায় পৌছে যাবে ঢাকায়।

মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে পদ্মাসেতু হয়ে ঢাকা-খুলনা-ঢাকা রুটে আনুষ্ঠানিক ট্রেন চলাচল উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

রেল নিয়ে মানুষের অসন্তোষ থাকার কথা উল্লেখ করে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আমাদের লোকমোটিভ সংকট আছে, কোচ সংকট আছে, লোকবলের সংকট আছে। রেল সীমিত লোকবল দিয়ে কাজ করছে। তবে কেউ তাদের কথা বলে না। আমি বলবো তারা রেলের আংসান হিরো।

রেলের যে বর্তমান অবস্থা সেখানে আসার কারণ অপরিপক্ক ব্যয় বলে জানিয়ে তিনি বলেন, এর আগে যত্রতত্র স্টেশন করা হয়েছে। কোনকিছু না জেনেই এগুলো করা হয়েছে।

আরো পড়ুন

যাত্রীদের উদ্দেশ্যে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, যাত্রীরা আশা করেন রেল তাদের বাড়ির পাশে থামবে। আবার তারা দ্রুততম সময়ে যেতেও চান। স্টেশন বাড়লে ট্রেন থামবে এতে সময় লাগবে। এটা বাড়ির কাছে থামে না। কোন একটা বাহনে স্টেশনে যেতে হয়। আমরা আশা করবো যেখানে যাত্রী বেশি হবে সেখানে রেল থামবে।

রেল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, রেলের আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে হবে। সব খাতেই ভর্তুকি দিতে হচ্ছে। এটা কত দেওয়া যায়। আমাদের ব্যয় সাশ্রয়ী হতে হবে। আমাদের ব্যয় আশেপাশের দেশ থেকে অনেক বেশি। সবাইকে অনুরোধ জানাবো কীভাবে খরচ কমানো যায় তা করতে। এটা হলে সেবা দিতে সক্ষম হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button