একদিনে ১৬ বার সূর্যোদয়-সূর্যাস্ত দেখার রেকর্ড

নতুন বছরে ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখে নতুন রেকর্ড করলেন মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কার্যত প্রায় ৮ মাস ধরে আটকে আছেন।
সেখান থেকে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সুনীতা জানান, ২০২৪ সাল যেখানে শেষ হচ্ছে, সেখানে পৃথিবীর বাইরে থেকে এমন একটি অভিজ্ঞতাকে শেয়ার করতে পেরে অন্যরকম লাগছে।
আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা সুনীতা ও বুচ অন্যান্য উৎসবের মতো নতুন বছরও সেখানেই কাটালেন। পৃথিবী থেকে প্রায় ৪১৮ কিলোমিটার ওপরে রয়েছে মহাকাশকেন্দ্রটি। এটি ঘণ্টায় প্রায় ২৮ হাজার ১৬০ কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে ঘুরছে।
ইকোনোমিক টাইমসের খবরে বলা হয়, অঙ্কের হিসাবে প্রতি ৯০ মিনিটে পৃথিবীর চার দিকে একবার করে ঘুরছে মহাকাশ স্টেশনটি। ফলে এক দিনে ১৬ বার পৃথিবীর চারদিকে ঘুরছে এটি। যে কারণে মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরা দিনে ১৬ বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পান।
সুনীতারা গত বছরের জুনে নির্ধারিত ৮ দিনের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান। সেখান থেকেই তারা পৃথিবীতে থাকা বন্ধুবান্ধব এবং পরিবারকে পর্যায়ক্রমে বার্তা পাঠাচ্ছেন। নাসা জানিয়েছে, তারা ২০২৫ সালের মার্চের শেষের দিকে অথবা আরও বিলম্বে পৃথিবীতে ফিরে আসতে পারবে।