
বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে দাবি করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের ভিতরে ও বাইরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। সবাইকে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
বুধবার (২৯ জানুয়ারি) ঝিনাইদহের জোহান ড্রিম ভেলি পার্কের মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
বিএনপি জনগণের দল মন্তব্য করে তারেক রহমান বলেন, নিজেদেরকে জনগণের আস্থায় নিয়ে যেতে হবে। নিজেদেরকে শুধরাতে হবে। দেশের প্রতিটি খাত ধ্বংস করে দিয়ে গেছে স্বৈরাচার হাসিনা সরকার। আগামীর সরকারের জন্য দেশ চালানো হবে এক চ্যালেঞ্জ। আগামীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকল দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ ফিরতে পারবে না।
যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের আস্থা ধরে রাখতে হবে মন্তব্য করে তিনি বলেন, আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। বিএনপি যুগপৎ আন্দোলনে সবচেয়ে বড় রাজনৈতিক দল। অন্যরা আমাদের সহযোগিতা করবেন। কিন্তু দায়িত্ব সবচেয়ে বেশি আমাদের। এই দেশকে রক্ষা করা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা। দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও রক্ষা করার দায়িত্ব।
ক্ষমতায় গেলে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারগুলোকে দলীয় এবং রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের নামে নিজ নিজ এলাকার সরকারি স্থাপনার নামকরণ করা হবে।
বিএনপির ৩১ দফা মানুষের কাছে নিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ৩১ দফা আমরা বাংলাদেশের মানুষের জন্য তৈরি করেছি। আমরা সকল মানুষের কথা শুনে ৩১ দফা তৈরি করেছি। দৃঢ়ভাবে বিশ্বাস রাখুন, ৩১ দফা বাস্তবায়ন করা গেলে দেশের প্রকৃত উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব হবে।
নেতাকর্মীদের রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিশোধ না নেওয়ার অনুরোধ করে তারেক রহমান বলেন, আমরা বাংলাদেশের মানুষের জন্য ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই সকল প্রতিশোধ নেব। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সবচেয়ে বড় দল বিএনপি। এজন্য আমাদের দায়িত্ব অন্য দলগুলোর চেয়েও বেশি।