
এবার ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর ভারতের ‘উচ্চ শুল্ক’ আরোপের প্রতিক্রিয়ায় এ দেন তিনি।
মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করলে ভারতের পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তারা শুল্ক দিলে আমরাও দিব। তারা যে পণ্যের ওপর দিবে আমরাও সেই পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করব। তারা শুল্ক না দিলে আমরাও দিব না।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলার সময় ভারতের প্রসঙ্গ টানেন ট্রাম্প।
বেশ কয়েকটি দেশের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের হুঁশিয়ারি দেওয়া ট্রাম্প বলেন, কিছু মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করা দেশগুলোর মধ্যে ভারত ও ব্রাজিল রয়েছে।