নিজ স্বার্থে সংখ্যালঘুর সুরক্ষায় ব্যবস্থা নেবে ঢাকা

ভারতের লোকসভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, নয়াদিল্লির আশা, নিজ স্বার্থেই সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে ঢাকা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) লোকসভায় প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণে উদ্বেগ জানিয়ে এ কথা বলেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কংগ্রেসের সংসদ সদস্য মনীশ তিওয়ারির এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ‘ভারতের আশা, বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভজনক ও স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যাবে। আমাদের উদ্বেগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি।’
তিনি বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের। তাদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। ভারতের প্রত্যাশা, নিজ স্বার্থে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে বাংলা।’
এর একদিন আগে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনও বক্তব্যই সমর্থন করে না নয়া দিল্লি। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটি ‘একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়’ বলেও জানান তিনি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এর মধ্যেই গত ৯ ডিসেম্বর ঢাকা সফরে আসেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এ সফরে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি।