
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল চারটায় সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ বৈঠক হবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে হোয়াটসঅ্যাপে বুধবার রাত ১০টার পর খুদেবার্তা পাঠিয়ে এ বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। উপদেষ্টা মাহফুজ আলম এই খুদে বার্তা পাঠিয়েছেন বলে জানা গেছে।
এদিকে, বৈঠক নিয়ে বিভিন্ন দলের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বৈঠকে অংশ নেবেন বলে একাধিক নেতা বলেছেন। তবে বিএনপি এদিন কোনো মতামত দেবে না বলে জানা গেছে। আগে ঘোষণাপত্রের খসড়া সরবরাহ করা হলে লিখিত মতামত দিলেও দলটি আরও সময় চেয়েছে বলে জানানো হয়।