
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে বক্তব্য দিয়ে আসছেন। এ ঘটনায় ঢাকা ও নয়া দিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলছে। পারদ কিছুটা নামলেও বুধবার শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধে’কে তলব করে শেখ হাসিনার বক্তব্যকে ‘বানোয়াট ও উস্কানিমূলক’ অভিহিত করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, লাশের ওপর দিয়ে ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা। এ ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার বাধের ডেকে শেখ হাসিনার শত্রুতামূলক বক্তব্যে গভীর উদ্বেগ জানিয়ে ঢাকা বলেছে, হতাশাজনক ও গুরুতর আপত্তিকর আখ্যায়িত করেছে। এটা ঢাকা-দিল্লির সম্পর্ককে ঠিক করতে সহায়ক হবে না। শেখ হাসিনার মিথ্যা ও উস্কানিমুলক বিবৃতি বন্ধ করতে দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে ভারতকে অবিলম্বে ও যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।
এদিকে, শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে ‘অ্যাক্ট অব ভ্যানডালিজম’ আখ্যা দিয়ে কড়া নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লির ব্রিফিংয়ে বলা হয়, যারা স্বাধীনতা যুদ্ধকে মূল্যায়ন করে, বাংলা পরিচয়কে লালন করে, তারা এই বাড়ির গর্বিত গুরুত্ব সম্পর্কে অবহিত।