আন্তর্জাতিককূটনীতি
ট্রেন্ডিং

এবার ট্রাম্পের গাজা দখলের নীলনকশা প্রকাশ

দখলদার ইসরায়েলের সঙ্গে অবরুদ্ধ ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার সাম্প্রতিক ভয়াবহ যুদ্ধের পর এবার উপত্যকাটি ওয়াশিংটনের দখল করে নেওয়ার কথা বলেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা দখলের কথা বলে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করে সেখানে অর্থনৈতিক উন্নয়ন করার কথা বলেছেন ট্রাম্প। এই আকস্মিক পরিকল্পনার পেছনে স্পষ্ট কোনো কারণ জানাননি তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে আমেরিকা গাজা উপত্যকা দখল করবে। আমরা গাজার মালিক হব এবং উপত্যকাটির আশপাশে থাকা সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র ধ্বংস করব।

তিনি বলেন, গাজার বিকাশ ঘটাব এবং সেখানে হাজার হাজার কর্মসংস্থান তৈরি করব। সেখানে এমন কিছু হবে যার জন্য সমগ্র মধ্যপ্রাচ্য খুব গর্বিত হতে পারে। আমি সেখানে দীর্ঘমেয়াদী মালিকানা দেখতে পাচ্ছি। এর ফলে মধ্যপ্রাচ্যের ওই অংশে দুর্দান্ত স্থিতিশীলতা নিয়ে আসবে। এ বিষয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তারা এতে সমর্থন দিয়েছেন।

গাজায় কারা বসবাস করবে জানতে চাইলে ট্রাম্প বলেন, সারা বিশ্বের মানুষের আবাসস্থল হতে পারে গাজা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটির সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হুমকি সৃষ্টি হয়েছে, যা মধ্যপ্রাচ্যের উপকূলরেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাস্তবে এমনটি ঘটলে ইসরায়েল-ফিলিস্তিন নিয়ে কয়েক দশকের মার্কিন নীতি ভেঙে পড়বে। গাজা দখলের পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে শত্রু-মিত্র সবার চাপে পড়তে পারবেন ট্রাম্প। গাজায় মার্কিনসহ যেকোনো আগ্রাসন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। গাজা ও পশ্চিম তীর নিয়ে ফিলিস্তিন রাষ্ট্রের হওয়ার বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

ক্ষমতায় এসেই গাজার প্রতিবেশী দেশগুলোতে ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাব দেন ট্রাম্প। সেই প্রস্তাব প্রত্যাখ্যানও করেছে দেশগুলো। মঙ্গলবারও নতুন করে সেই প্রস্তাব আবার দেন তিনি।

টানা ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনের পর গাজায় যুদ্ধবিরতি চলছে। এটি বেশ নড়বড়ে হলেও বস্তিতে রয়েছেন গাজার লাখ লাখ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button