
চলতি মাসের ভোক্তাপর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দামবৃদ্ধির পর এবার এলপি গ্যাসের দামও বাড়ানো হলো। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করে রোববার ২ ফেব্রুয়ারি) নতুন মূল্যের ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা থেকেই এ দাম কার্যকর হবে।
এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ৭৪ পয়সায় নির্ধারণ করা হয়েছে।
গত ১৪ জানুয়ারি সে মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে এক হাজার ৪৫৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছিল। তবে গত মাস অপরিবর্তিত ছিল এলপিজির দাম।
ফেব্রুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়িয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) নতুন মূল্য ঘোষণা করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। প্রথম দিন থেকে কার্যকর হবে বলে জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল-কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা ও পেট্রোল ১২২ টাকায় বিক্রি হচ্ছে।