দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

ফের আলোচনায় মাইনাস-টু, যা সামনে এলো

এক-এগারোর সাবেক তত্ত্বাবধায়ক সরকার আমলের বহুল আলোচিত মাইনাস-টু ফর্মুলা গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় নতুন করে আবার সামনে এসেছে বিএনপি নেতাদের কথাবার্তায়। বিষয়টি সরকারের পক্ষ থেকে নাকচ করে উড়িয়ে দেওয়া হলেও দলটির নেতারা এখনো সেই আশঙ্কাই প্রকাশ করে যাচ্ছেন প্রায় নিয়মিতভাবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তারপর নেতাকর্মীরা আত্মগোপনে চলে যাওয়ায় দলটি এখন কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এদিকে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্ত পরিবেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে বিএনপিসহ রাজনৈতিক দলগুলো।

এমতাবস্থায় শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীতে শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে আবারও মানাইস-টু ফর্মুলা নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এখন মাইনাস টু’র কথা যারা বলে, অনেকে বলে না ‘উইশ ফুল থিং কিং’ আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারেনি। ওইটা এক-এগার পারে নাই। আর এখন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী বিএনপি।

মাইনাস টু’র বিষয়ে প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কেউ যদি মনে মনে মন গড়া কথা বলেন সেটা তাদের সমস্যা। বিএনপি ত্যাগের মধ্য দিয়ে আজকে সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে। সুতরাং ওই সমস্ত মনগড়া কথা বলা আর তার উত্তর দেয়ারও আমি প্রয়োজনীয়তা বোধ করি না।

আরো পড়ুন

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন যেখানে দাঁড়িয়ে আছে, দেশের জনপ্রিয় দল বিএনপি যেখানে দাঁড়িয়ে আছে, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের অপেক্ষায় চেয়ে থাকবে বাংলাদেশ।

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই হবে উল্লেখ করে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটাই প্রথম ধাপ। নির্বাচন হলো প্রথম সংস্কার। এটা দিয়েই শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। আগামী দিনের পরিবর্তনের প্রত্যাশা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পূরণ হবে।

এরআ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা মাইনাস-টু ফর্মুলার আশঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন সময়। এর প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নাকচ করে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মাইনাস-টু ফর্মুলা নিয়ে সরকারের কোনো ভাবনা নেই। ঐক্যমতের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের আয়োজন করবে। সেই লক্ষ্যে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button