
রাজধানীর ধানমন্ডির একটি দোকান থেকে দিনেদুপুরে ৭ মিনিট ২৫ সেকেন্ডে ১৫৯ ভরি স্বর্ণ চুরির দুর্ধর্ষ ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে ধানমন্ডি এলাকার সীমান্ত স্কয়ার বিপণিবিতানের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স স্বর্ণের দোকানে এমন চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে।
এতে দেখা যাচ্ছে, দোকানে তালা দিয়ে জুম্মার নামাজে যান বিক্রয়কর্মীরা। কিছুক্ষণ পর দোকানের সামনে সাতজন মাস্ক পড়াসহ নয় জন যুবক আসেন। একটি চাদর দিয়ে দোকানের শাটার আঁড়াল করে শাটারের তালা কাটা হয়। পরে একজন দোকানের ভেতরে ঢুকে চুরি করেন আর বাকিরা জিনিসপত্র কেনার নামে পাশেরদের ব্যস্ত রাখলেন। এভাবেই ৭ মিনিট ২৫ সেকেন্ডে ১৫৯ ভরি স্বর্ণ চুরি করে ব্যাগে ভরে সড়ে পড়ে চক্রটি।
এ ঘটনায় দোকানের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে ঢাকার ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম বলেন, স্বর্ণের দোকানে চুরির সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।