জাতীয়রাষ্ট্র
ট্রেন্ডিং

সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, যাতে স্থানীয় সরকারকে সত্যিকার অর্থেই স্থানিক এবং একটি কার্যকর সরকার হয়।

বুধবার (৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত অত্যাবশ্যকীয় সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন  ইআইবি ভাইস প্রেসিডেন্ট।

তিনি বলেন, আমরা খুব চ্যালেঞ্জিং সময়ে এসেছি। আমরা অন্তর্বর্তী সরকার এবং এর সংস্কার এজেন্ডাকে সমর্থন করি। এ ক্ষেত্রে সহায়তা প্রদানে ইউরোপীয় ইউনিয়নের প্রযুক্তিগত দক্ষতা রয়েছে।

প্রধান উপদেষ্টাকে নিকোলা বিয়ার বলেন, আমরা যা করতে পারি, অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন। এটা দৃশ্যমান করা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুধু কাজই করছে না, ডেলিভারিও করছে।

বর্তমান সময়কে একটি উপযুক্ত সময় উল্লেখ করে দুর্নীতি মোকাবিলা, এনার্জির গ্রীণ ট্রানজিশন, সুন্দরবনের ম্যানগ্রোভ বন ও আশেপাশের অঞ্চল এবং নদী ব্যবস্থার জন্য একটি বৃহত্তর পরিকল্পনা প্রণয়নে ইআইবির সহায়তা চান অধ্যাপক ইউনূস।

এ ছাড়া বাংলাদেশের পূর্বাঞ্চলের জনগণের উন্নয়ন এবং উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনার জন্য চট্টগ্রাম বন্দরে সুবিধাদি নির্মাণেও ইআইবির সহায়তা চান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button