আদালতজাতীয়
ট্রেন্ডিং

কাদেরের দেশত্যাগ কীভাবে, ব্যাখ্যা চায় ট্রাইব্যুনাল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কীভাবে দেশ ছেড়েছেন তা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৫ দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে এ কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আদালতের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘ওবায়দুল কাদের গত তিন মাস দেশেই ছিলেন। পরোয়ানা জারির পরও তাকে গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।’

জানা যায়, ওবায়দুল কাদের বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান। সেখান থেকে গত ৮ নভেম্বর ভারতের কলকাতায় পৌঁছান। ওবায়দুল কাদের এখন কলকাতাতেই অবস্থান করছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button