
বাংলাদেশের সার্বিক পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতন ও উপাসনালয়ে হামলার অভিযোগ তুলে হোয়াইট হাউসের সামনে প্রতিবাদের বিষয়টি উল্লেখ করে বাইডেন প্রশাসনের অবস্থান জানতে চান এক সাংবাদিক।
জবাবে জন কিরবি জানান, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট বাইডেন এবং তার প্রশাসন। বিষয়টি খুব, খুব, খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা। প্রেসিডেন্টও বাংলাদেশের ঘটনাগুলো মনযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।
কিরবি বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কিছুটা জটিল হয়েছে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি আমরা। যাতে আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা পরিষেবাগুলো বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়।
বাংলাদেশের সব রাজনৈতিক দলের কাছে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে জানিয়ে জন কিরবি বলেন, আমরা রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার সময় এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা স্পষ্ট করে বলেছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বারবার জাতি-ধর্ম নির্বিশেষে সব বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন।