
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বশার আল আসাদের সংবিধান স্থগিত করে সিরিয়ার ডি ফ্যাক্টো (কার্যত) নেতা আহমেদ আল-শারাকে (জোলানি) অন্তর্বর্তী প্রেসিডেন্ট করা হয়েছে। তিমি অন্তর্বর্তী সময়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতাও পেয়েছেন।
বুধবার (২৯ জানুয়ারি) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়, আহমেদ আল-শারাকে প্রেসিডেন্ট করার বিষয়টি নতুন ডি ফ্যাক্টো (কার্যত) সরকারের সামরিক অপারেশন বিভাগের মুখপাত্র হাসান আবদেল ঘানি ঘোষণা করেন। এ সময় দেশের সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়ার কথাও জানান তিনি।
আবদেল ঘানি জানান, সব সামরিক গোষ্ঠী ভেঙে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবেক শাসনামলের সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থা ও বাথ পার্টি ভেঙে দেওয়া হয়েছে।
এর আগে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার অভিযানে অংশ নেওয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর বৈঠক হয় দামেস্ক। ওই অভিযানের নেতৃত্ব দেওয়া আল-শারা সিরিয়ার ডি ফ্যাক্টো নেতার দায়িত্বে রয়েছেন। তিনি হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান।