
রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। ফলে ট্রেন চলাচল আবার শুরু হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার রাত ৪টায় রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক ক্ষুদেবার্তায় বলা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফগণ তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে।
এর আগে রাত পৌনে তিনটায় রানিং স্টাফদের নেতা সাইদুর রহমান জানান, রাত থেকেই ট্রেন চলাচল শুরু হবে। উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন বুধবার মধ্যে আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সড়ক ও রেল উপদেষ্টার বাসায় এই বৈঠন অনুষ্ঠিত হয়।