দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

ভুল এড়াতে ঘোষণাপত্র তৈরিতে সময় নিতে হবে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রত্যেকটি দল একটা ঘোষণাপত্র হওয়া প্রয়োজন সেটা অনুভব করেছে। তবে তাড়াহুড়ো করলে ৫ আগস্টে গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে ঘোষণাপত্র তৈরিতে ভুলভ্রান্তি হতে পারে। সময় নিতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বৈঠকে রাজনৈতিক দলের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে।সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে একটা খসড়া পাঠানো হয়েছে। আজকের আলোচনায় প্রত্যেক দলের এবং বিশিষ্টজনের মতামত চাওয়া হয়েছে। তবে বিস্তারিত আলোচনা হয়নি।

তিনি বলেন, রাজনৈতিক দল ও বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে মতবিনিময় করতে হবে। জুলাই অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষাকে ধারণ করে, অভ্যুত্থানের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, স্বাধীনতার পূর্বাপর ইতিহাসসহ সবকিছু মিলিয়ে একটা সুলিখিত ঘোষণাপত্র কিভাবে তৈরি করা যায় সে আলোচনা হয়েছে। আমরা আলাদা আলাদাভাবে প্রস্তাবনা দিব। পরবর্তীতে সবগুলোকে একত্র করে একটি সুন্দর ঘোষণাপত্রে রুপান্তরিত করা হবে।

জামায়াত সেক্রেটারি বলেন, খুব বিলম্ব করে অন্য কোন অরাজকতা, অন্য কোন ষড়যন্ত্রের সুযোগ যারা চক্রান্তের জন্য অপেক্ষা করে তারা যেন না পায়। দেরি না করে এই উদ্যোগ দ্রুত শুরু করা উচিত। সরকারের একজন উপদেষ্টা দায়িত্ব নিয়ে বলেছেন, উনারা আমাদের মতামতগুলো পর্যালোচনা করবেন। একটা হোমওয়ার্ক করার পরে আমাদের সাথে দ্বিতীয় ধাপে আমাদের সাথে আবার বসবেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button