
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমানা নির্ধারণ ও উভয় দেশের সীমান্তরক্ষীদের দায়িত্ব পালনের সংক্রান্ত চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১২ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিলের কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সে বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমানা নির্ধারণ ও উভয় দেশের সীমান্তরক্ষীদের দায়িত্ব পালনের বিষয়ে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সেগুলো হল স্থল সীমান্ত চুক্তি ১৯৭৪, বর্ডার ম্যানেজমেন্ট গাইডলাইন-১৯৭৫, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট প্রটোকল-২০১১ এবং কোঅর্ডিনেটর বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান-২০১১।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।