আন্তর্জাতিক

বিরোধী নেতাকে ধরতে লাখ ডলার পুরস্কার ঘোষণা

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী এডমান্দো গঞ্জালেজ উরুতিয়াকে ধরিয়ে দেওয়া বা তার তথ্য দেওয়ার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

২০২৪ সালের ২৮ জুলাইয়ে ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। সেই নির্বাচনে সরকার দলীয় প্রার্থী নিকোলাস মাদুরো নিজের বিজয় ঘেষণার পর স্পেনে পালিয়ে যান বিরোধী দলীয় প্রার্থী গঞ্জালেজ উরুতিয়া। সেই থেকে নির্বাসনে রয়েছেন তিনি।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সামাজিকমাধ্যমে গঞ্জালেজ উরুতিয়ার ছবির সঙ্গে ‘ওয়ান্টেড’ লিখে পোস্ট প্রকাশ করেছে দেশটির পুলিশ। আগে স্বল্প পরিচিত সাবেক এই কূটনীতিক খবরের শিরোনাম হয়েছেন।

আগামী ১০ জানুয়ারি মাদুরোর শপথ নেওয়ার কথা। ওই দিন তার পরিবর্তে শপথ নেওয়ার ঘোষণা দিয়েছেন গঞ্জালেজ উরুতিয়া।

আরো পড়ুন

দেশটির কর্মকর্তারা বলেছেন, ওয়ান্টেড পোস্টারে গঞ্জালেজ উরুতিয়ার ছবি ব্যবহার করে বিমানবন্দরসহ সব পুলিশ চেকপয়েন্টে প্রদর্শন করা হবে।

মাদুরোকে তৃতীয়বারের মতো আগামী ৬ বছরের জন্য বিজয়ী ঘোষণা করেছে ভেনিজুয়েলা। অন্যদিকে গঞ্জালেজ উরুতিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়। এরপর ২০ ডিসেম্বর তাকে আশ্রয় দিতে রাজি হয়েছে স্পেন।

নির্বাচনে জেতার পর ভিন্নমতের মানুষের বিরুদ্ধে কঠোর দমনপীড়ন চালান মাদুরো। সে কারণে দেশ ছাড়েন ৭৫ বছর বয়সী উরুতিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button