
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (২৩ ডিসেম্বর) সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা ভারতকে জানিয়েছি, তাকে (শেখ হাসিনা) ফেরত চাওয়া হচ্ছে বিচার ব্যবস্থার জন্য।’
কীভাবে জানানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘নোট ভার্বাল (কূটনৈতিকপত্র) দিয়ে ভারত সরকারকে জানিয়েছি।’
এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। এক্সট্রা অডিশন করার জন্য, এটি প্রক্রিয়াধীন।
কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে।
গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তার বিরুদ্ধে গণহত্যাসহ অনেকগুলো মামলা রয়েছে। আর ভারগে বসেই বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন তিনি। এ নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার দিল্লির কাছে সরকারের অসন্তোষ জানানো হয়।