দলীয়রাজনীতিসরকার
ট্রেন্ডিং

সংঘাত থামান, নৈরাজ্য বন্ধ করুন

বিভিন্ন কলেজ সমূহের পারস্পরিক সংঘাত থামিয়ে নৈরাজ্য বন্ধ করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওয়ার্কার্স পার্টি।

সোমবার (২৫ নভেম্বর ২০২৪) দলটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ওভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল এক বিবৃতিতে সরকারের প্রতি এ আহ্বান জানান।

তারা বলেন, ঢাকা শহরের শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ ভাবে বিভিন্ন কলেজের সঙ্গে পারস্পরিক ঝগড়া থেকে মারামারি প্রাণহানি চলছে যা খুবই উদ্বেগজনক। বেশ কয়দিন আগে সিটি কলেজ বনাম ঢাকা কলেজ, গতকাল সোহরাওয়াদীর্ কলেজে ভাংচুর, বিভিন্ন কলেজের জোট তৈরী করে প্রতি আক্রমণ পরিকল্পনা যা শিক্ষাঙ্গনে এক নৈরাজ্যের বহি:প্রকাশ, এই অস্থিরতায় মানুষের রাস্তাঘাটে চলাচল বন্ধ হয়ে পড়েছে।”

নেতারা বলেন, “অভিভাবক, পথচারী সকলেই আতংকিত দিন কাটাচ্ছেন। এই নৈরাজ্য, অস্থিরতা ছাত্রদের মধ্যে ভাতৃঘাতি যুদ্ধ অবিলম্বে বন্ধ করুন। ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনুন। এই জটিলতা, অস্থিরতা সংঘাত থামাতে না পারলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিপূর্ণ ভাবে ভেঙ্গে পড়বে যা পুনরুদ্ধার করা সম্ভব হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button