গ্রাম বাংলারাজশাহী
ট্রেন্ডিং

সীমান্তে উত্তেজনা, বিএসএফের দুঃখপ্রকাশ

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে উত্তেজনার মধ্যে বাংলাদেশ অংশে গাছ কাটার জন্য বিজিরির কাছে দুঃখ প্রকাশ করেছে ভারতের বিএসএফ। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে তারা।

শনিবার (১৮ জানুয়ারি) বিকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে এ কথা জানানো হয়।

বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি সাংবাদিকদের জানান, আমরাও ঘটনার বিচার না হওয়া পর্যন্ত সতর্ক আছি। সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে। এলাকাবাসীও বিজিবির সঙ্গে আছে।

বাংলাদেশ ও ভারতের নাগরিকরা সন্ধ্যার আগেই ঘরে ফিরেছেন বলে জানা গেছে। ফলে মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

এর আগে শনিবার চৌকা সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ অংশে এসে গাছ কাটছিল ভারতের কিছু নাগরিক। এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেয়। একপর্যায়ে শূন্যরেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৩ বাংলাদেশি আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button