
জুলাই গণঅভ্যুত্থানের পর সীমান্ত উত্তেজনা মধ্যেই চলতি বছরে ভারত থেকে ১ হাজার ১৩৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করছে বাংলাদেশ। সম্প্রতি অনুমোদিত এক সিদ্ধান্তের আলোকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পরিচালনা পর্ষদের রোববারের সভায় ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। এ বছরের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে।
২০১৬ সালের থেকে নিয়মিতভাবে ভারতের এনআরএলের কাছ থেকে পরিশোধিত জ্বালানি তেল ট্রেনে করে আমদানি করছে বাংলাদেশের বিপিসি।
এ বছর বাংলাদেশের পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৭৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৪৬ লাখ টন ডিজেল, যার ৮০ শতাংশই সরাসরি আমদানি করা হয়। আর বাকি অংশ স্থানীয় শোধনাগার থেকে পাওয়া যায়।
এর আগে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে ৫০ হাজার টন অ-বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।