জাতীয়সরকার
ট্রেন্ডিং

মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা চায় বাংলাদেশ

মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মীদের জন্য প্রয়োজনে দেশে ফেরার সুবিধার্থে মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সাক্ষাৎ করলে গেলে এ আহ্বান জানান তিনি।

গত বছরের মে মাসে মালয়েশিয়ায় কাজে যোগদানের সময়সীমা মিস করা ১৮ হাজার বাংলাদেশী শ্রমিকের প্রবেশের সুবিধার্থে পদক্ষেপ নিতে দেশটির হাইকমিশনারকে অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। এ সময় হাইকমিশনার জানান, এ বিষয়ে উভয় কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে একটি বৈঠক করেছে এবং মঙ্গলবার একই ধরনের বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।

অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠকের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, মালয়েশিয়া প্রক্রিয়াটি ত্বরান্বিত করবে, যাতে পরবর্তী ব্যাচের বাংলাদেশি শ্রমিকরা কাজের জন্য দেশে অভিবাসনের পরিকল্পনা করতে পারে।

চলতি বছরের শুরুতে আসিয়ানের সভাপতির দায়িত্ব নেওয়ার জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। আসিয়ানের একটি সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য এবং এর ফলে পূর্ণ সদস্য হওয়ার জন্য বাংলাদেশের বিডের জন্য দেশটির সমর্থন কামনা করেন তিনি।

হাইকমিশনারকে ড. ইউনূস জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলেশন ৭৯/১৮২-এর সাথে সঙ্গতি রেখে ২০২৫ সালে রোহিঙ্গা সংকটের উপর আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে আসিয়ানের সমর্থন চায় বাংলাদেশ।

গত ডিসেম্বরে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনারকে বাংলাদেশে আরও বেশি মালয়েশিয়ান বিনিয়োগ আনার জন্য এবং বাংলাদেশের যুবসমাজের সুবিধা নিতে মালয়েশিয়ার কারখানাগুলোকে বাংলাদেশে স্থানান্তর করার জন্য কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, আমি আশা করি বাংলাদেশে আপনার অবস্থানকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক অর্থনৈতিক ও ব্যবসায়িক পর্যায়ে এক নতুন ঘনিষ্ঠতায় পৌঁছে যাবে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ কুয়ালালামপুরে চতুর্থ দ্বিপাক্ষিক পরামর্শ ব্যবস্থায় (বিসিএম) যোগদানের জন্য মালয়েশিয়ার পক্ষ থেকে একটি সুবিধাজনক তারিখের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশও ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ‘৫ম জয়েন্ট কমিশন’ বৈঠকের জন্য প্রস্তুত রয়েছে।

এ সময় এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button