
রাজধানীর বকশী বাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের এজলাসে আগুন দেওয়ায় সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) গভীর রাতে সেখানে আগুন দেয় দুর্বৃত্তরা। এজলাস পুড়ে যাওয়ায় বিচারকাজ সাময়িক স্থগিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ অস্থায়ী আদালতে বিডিআর হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিচারপতি ইব্রাহিম মিয়া।
আদালত প্রাঙ্গণ দেখে বিজিবির চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন বলেন, আগুনে এজলাস কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় বিচারকাজ পরিচালনার উপযোগী পরিস্থিতি নেই। বিচারক এখানে আছেন। তিনি কী নির্দেশনা দেন, সে অপেক্ষায় আছি আমরা।
এদিকে, মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে সকাল থেকে সামনের সড়ক অবরোধ করেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। এতে ঢাকা শিক্ষা বোর্ড সড়ক, বকশী বাজার মোড় এবং আশপাশের গলিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে অবশ্য সেখানে বিচারকাজ বন্ধ থাকায় সড়ক ছাড়েন শিক্ষার্থীরা।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের নামে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর বিচার শেষে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২৭৮ জনকে খালাস দেওয়া হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলায় ৪৬৮ জনের মুক্তি আটকে আছে।