জাতীয়সরকার
ট্রেন্ডিং

দুঃস্থরা পাচ্ছে ৩৩ কোটি ৮৭ লাখ টাকার কম্বল

এবার শীতার্ত ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য ৬ লাখ ৭৯ হাজার কম্বল কিনতে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে জরুরিভিত্তিতে কম্বল কিনে দুঃস্থদের মাঝে বিতরণ শুরু হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে এই অর্থ বরাদ্দ দেওয়ার কথা জানানো হয়।

এ তথ্য জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আট বিভাগের ৬৪ জেলার ৪৯৫ উপজেলা ও সকল পৌরসভার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

এতে বলা হয়, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বল সঠিকভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত টাকা দিয়ে কম্বল ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল আর্থিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করে জেলা প্রশাসকরা, অধিক্ষেত্রাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তারা জরুরিভিত্তিতে কম্বল ক্রয় করে দুঃস্থদের মাঝে বিতরণ শুরু করেছেন।

কম্বল বিতরণ এবং ক্রয়ের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকরাকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে শীত মৌসুমের শুরুতে দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় শীতার্তদের মাঝে ১৫ হাজার ২৫০টি কম্বল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিতরণ করেছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button