
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
ফলে রাজধানীসহ সারাদেশে ঘন কুয়াশা ও উত্তরী হাওয়ায় তীব্র শীত অনুভব হচ্ছে। তবে রাতে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের আবহাওয়াবিদ হাজিজুর রহমান জানান, চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে শুক্রবার সকালে। তবে রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মধ্যরাত থেকে সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।
আবহাওয়াগত কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।